আমার কথা
আমি ব্লগ লিখি সখে। এই সখ আমার ইতিহাসের প্রতি, সাহিত্যের প্রতি, ভ্রমণের প্রতি ভালবাসা থেকে জাগরূক হয়েছে। সঙ্গে আছে ম্যাপ নিয়ে সময় কাটানোর ঝোঁক (আমি লেভেল ৯ গুগল ম্যাপ লোকাল গাইড)। এই সব কটা উপকরণ এক হয়ে জন্ম নিয়েছে আমার এই ব্লগ .... সেকালের বাঙালিদের ভ্রমণ। পুরোনো দিনের দুর্লভ বই পড়ে যে রোমাঞ্চ অনুভব করেছি, তা সবার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি। চৈতন্য-যুগ থেকে ভারতের ইংরেজ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার বছর অব্দি বাঙালির যত ভ্রমন সাহিত্য পড়ার সুযোগ পেয়েছি, তার সবক'টির নির্যাস এখানে তুলে ধরার প্রয়াস নিয়েছি।
ব্লগটির মোবাইল ভিউ-এ উপর দিকে ড্রপ ডাউনে পেজগুলি পাওয়া যাবে। ওয়েব এডিশনে বা কম্পিউটারে ডানদিকে পৃষ্ঠার নাম অনুসারে ও লেখক/কবির নাম অনুসারে দু'ভাবে পেজগুলি পাওয়া যাবে।
আপনাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে মন্তব্য লিখবেন বা আমাকে ই-মেল করতে পারেন।
যদি আপনাদের যৎকিঞ্চিৎ ভালো লাগে তাহলে তৃপ্ত হব।
পরিশেষে, যাঁকে দেখে বই পড়তে শিখেছি, যাঁর কাছে বই পড়ার উৎসাহ পেয়েছি আর যাঁর কাছে পাঠ্যবই না পড়ে অন্য বই পড়ার জন্যে কোনোদিন বকা খাই নি, আমার সেই মা ( মীরা দাম ) - কে আমার এই ক্ষুদ্র প্রয়াস উৎসর্গ করছি.......
সুমনা দাম।
উপস্থাপনা খুবই ভাল হয়েছে ।
উত্তরমুছুনধন্যবাদ 🙏
উত্তরমুছুনKhub bhalo laglo go tomar lekha pore
উত্তরমুছুনধন্যবাদ 🌹
উত্তরমুছুনপড়ছি ব্লগগুলি ,বেশ লাগছে।শিউলি
উত্তরমুছুন