সেকালের বাঙালিদের ভ্রমণ ধারাবাহিক
---- সুমনা দাম
ফতুয়া থেকে গয়া (বর্তমান গুগল ম্যাপে পায়ে হেঁটে, উল্লেখ্য যে সেই ভ্রমণটি হয়েছিল নদীপথে )
পরের দিন ফল্গু নদীতে স্নান করে প্রেতশীলা দর্শনে সবাই যান। সেখানে পিণ্ডদান করে নেমে ব্রহ্মকুণ্ডে তর্পণ করে কর্তা জল পান করেন। গরমে অস্থির হয়ে বাসায় ফিরে সবাই দই, প্যাড়া দিয়ে জল খান। গয়ার মত প্যাড়া কোথাযও নেই বলে তিনি মন্তব্য করেন। পরদিন পঞ্চতীর্থে পিণ্ডদান করা হয়। উত্তরমানস, উদীচী, কনখল, দক্ষিণ মানস ও জীবলোল এই হল পঞ্চতীর্থ। এরপর কর্তা পালকি চড়ে ধর্মারণ্যে গেলেন। সেখানে প্রচুর ভিখারি। তারপর চললেন বোধগয়ায়, সেখানে অনেক প্রস্তর নির্মিত দেবমূর্তি আছে। পরদিন ব্রহ্ম সরোবরে স্নান ও তর্পণ দান করে যাত্রী নিয়ে কর্তা চললেন। ব্রাহ্মণ ভোজন করালেন। সকালে বিষ্ণু রুদ্রপদে পিন্ডদান করলেন। দুই দিন ধরে ষোড়শ বেদীতে পিণ্ডদান করে দর্শন করে এলেন। এই ১৬ টি বেদী এই গ্রন্থে কবি যেমন বর্ণনা করেছেন তা হল ব্রহ্মপদ, কার্তিক পদ, সত্য পথ, দক্ষিণাগ্নিপদ, আহবনীয় পদ, চন্দ্রপদ, দধীচি পদ, গণেশ পদ, সূর্যপদ, করণ পদ, মাতঙ্গ পদ, ক্রৌঞ্চ পদ, পঞ্চগণেশ, কাশ্যপপদ, আবাসথ্য, গার্হপত্য, অগস্ত। অষ্টতীর্থ কবি বর্ণনা করেছেন এভাবে - রামগয়া, সীতাকুণ্ড, গয়াশির, গয়াকূপ, মুণ্ডপিঠ, আদিগয়া, ধৌতপদ, ভীমগয়া, গোপ্রচার ও গদালোল। এই অষ্টতীর্থে ঘোষাল মহাশয় পিণ্ড দিলেন। অক্ষয় বটে দানসাগর করেন। পান্ডাকে সোনার গয়না, পাঁচশত টাকা ইত্যাদি দিলেন। অন্যান্য যাত্রীরা সাধ্যমত দিল। পরদিন বিষ্ণুপদে গেলেন ও আট তোলা সোনা দিলেন। গদাধর ও গয়েশ্বরীর পুনরায় পূজা করলেন। মহারাষ্ট্রের পাচক দিয়ে সেদিন রান্না করিয়ে চোদ্দোশ গয়ালী অর্থাৎ গয়ার মানুষকে ভোজন করালেন।
(চলছে)
প্রিয় পাঠক: আপনার মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ! অনুগ্রহ করে একটি মন্তব্য করুন এবং এই পোস্ট সম্পর্কে আপনার চিন্তাভাবনা শেয়ার করুন। আমি আপনার প্রতিক্রিয়া জানার জন্য আগ্রহী!

গয়ায় পঞ্চতীর্থ ষোলবেদী অষ্টতীর্থ পিণ্ড দানের এই স্থান গুলোর সম্পর্কে এই বর্ননা টি পড়ার আগে কোনো জানকারি ই আমার ছিল না ।অনেক ধন্যবাদ লেখিকাকে এতো নিখুঁত ব্যাখ্যার জন্য 🙏শিউলি
উত্তরমুছুনএরকম আরো নতুন তথ্যের জন্য সঙ্গে থাকুন! 🙏
উত্তরমুছুনএখানে পিণ্ডদানের কথা বলা হয়েছে কর্তা কার উদ্দেশ্যে পিণ্ডদান করলেন?
উত্তরমুছুনলেখক স্পষ্টভাবে কিছু বলেন নি। সম্ভবতঃ তাঁর বাবা মা ও পূর্বপুরুষদের উদ্দ্যেশে দিয়েছিলেন।
উত্তরমুছুন