সেকালের বাঙালিদের ভ্রমণ ধারাবাহিক
------- সুমনা দাম
"ইংল্যান্ডে বঙ্গমহিলা" নামক কৃষ্ণভামিনী দাস প্রণীত এই বইটি ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রকাশিত। গ্রন্থটিতে লেখিকার নাম গোপন রাখা হয়েছে। প্রকাশক সত্যপ্রকাশ সর্বাধিকারী বইয়ের মুখবন্ধে লেখিকাকে গ্রন্থকর্ত্রী বলে অভিহিত করেছেন। নিঃসন্দেহে লেখিকার ইচ্ছায় তাঁর নাম গোপন রাখা হয়েছে। তবে কী লেখিকার মনে বাঙালি মহিলার ইংল্যান্ডযাত্রার সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় বা নিন্দার ভয় ছিল?
কৃষ্ণভামিনী দাস (১৮৬২-১৯১৯) বাঙালি লেখিকা ও নারীবাদী। মুর্শিদাবাদের জন্ম নিয়ে বিবাহ পরবর্তীকালে তিনি কলকাতায় আসেন। তাঁর স্বামী দেবেন্দ্রনাথ দাস ইংল্যান্ডে গিয়েছিলেন শিক্ষাগ্রহণের কারণে। কৃষ্ণভামিনী দাস স্বামীর সঙ্গে ১৮৮২ থেকে ১৮৮৯ ইংল্যান্ডে কাটিয়ে ভারতে ফেরেন। নারীশিক্ষা ও নারীর অধিকার নিয়ে তিনি অনেক লিখেছেন ভারতী, প্রবাসী, সাধনা পত্রিকায়। বর্তমান বইটিতেও তিনি নারীবাদী মন্তব্য করেছেন বারংবার। বইয়ের শুরুতে লেখিকা বলেছেন তিনি গ্রন্থকর্ত্রী নাম পাওয়ার জন্য বা নিজের বিদ্যাবুদ্ধি প্রকাশ করার জন্য এই বই লেখেন নি। অন্য দেশে অনেক নতুন জিনিস দেখে তাঁর মনে যে নতুন ভাবোদয় হয়েছে তার সহজ সরল প্রকাশ হল এই বই। ভারতীয় যেসব যুবক ইংল্যান্ডে আসতে আগ্রহী, তারা দুই একটি বিষয় এই বই থেকে জানতে পারে। পাঠিকাদের উদ্দেশ্যে বলেছেন যে তাঁর মত যাদের ইংল্যান্ডের বিষয় জানতে আগ্রহ হয় তাদের পরিতৃপ্ত করার জন্য এই বই। তাঁর স্বামী এই বই পড়ে সংশোধন, পরিবর্তন করেছেন এবং এই বইয়ের শিক্ষা ও রাজনীতি বিষয়ে লেখায় যথেষ্ট সাহায্য করেছেন বলে লেখিকা জানিয়েছেন। বইটিতে লেখিকা বঙ্গনারীদের পরিস্থিতির সঙ্গে ইংল্যান্ডের নারীদের তুলনামূলক আলোচনা করেছেন। ইংল্যান্ডের সামাজিক রীতিনীতি, ধর্ম, উৎসব, শিক্ষা, রাজনীতি, মানুষের স্বভাব চরিত্র, অর্থনৈতিক শ্রেণীবিভাগ প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বিস্তৃতভাবে। কিন্তু সেগুলি ভ্রমণ বিষয়ক নয় বলে এই লেখায় সেগুলি অনেক অংশে বর্জন করা হয়েছে।
২৬ শে সেপ্টেম্বর, ১৮৮২ ইংল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হাবরা (হাওড়া) স্টেশন থেকে বোম্বাইয়ের উদ্দেশ্যের রেলে (কলের গাড়িতে) স্বামীর সঙ্গে এই যাত্রারম্ভে তিনি মুখ খুলে রেখেছিলেন অর্থাৎ তিনি পর্দার আড়ালে ছিলেন না, তখনকার প্রচলিত রীতি না মেনে। স্বদেশ ও স্বজন বিয়োগের ব্যথায় তাঁর হৃদয় তখন পূর্ণ ছিল। হুগলি, বর্ধমান প্রভৃতি স্টেশন তাঁর পরিচিত কারণ আগে পিত্রালয়ে ঘোমটায় মুখ ঢেকে যাওয়ার সময় তিনি এসব জায়গার ওপর দিয়ে গেছেন। আজ মাথায় টুপি পড়ে তাঁকে কেউ চিনতে পারবে না। হয়তো মেম সাহেব ভাববে।
পাটনা স্টেশন দেখে তিনি প্রাচীন পাটলিপুত্রের হত গৌরবের কথা ভাবলেন। মোগলসরাই স্টেশন দেখে কাশী দর্শনের ইচ্ছা জাগল। এলাহাবাদ স্টেশন দেখে তিনি ভাবলেন এই স্থান হিন্দু ও মুসলমান উভয়েরই কাছে পবিত্র। হিন্দুদের প্রয়াগ আর মুসলমানদের আল্লার নগর। এলাহাবাদের তিনি গাড়ি বদলিয়ে স্ত্রীলোকের গাড়িতে উঠলেন। সে কামরায় আর কোন স্ত্রী যাত্রী ছিল না। কামরায় একা সারারাত কাটিয়ে সকালে জব্বলপুর এল। এখানে আবার গাড়ি পাল্টাতে হল। কলকাতা থেকে এলাহাবাদ হয়ে দিল্লি এক রেলওয়ে কোম্পানির, এলাহাবাদ থেকে জব্বলপুর আর এক রেল কোম্পানির। অনেক ট্রেন সরাসরি কলকাতা থেকে বোম্বাই যায়, একবারও গাড়ি পাল্টাতে হয় না। কিন্তু তাঁরা সেরকম ট্রেন পাননি। জব্বলপুরে কয়েকদিন থেকে নর্মদা নদীর জলপ্রপাত, মার্বেল পাথরের পাহাড়, ভগ্নাবশেষ দেখার ইচ্ছা রইল। কিন্তু ২৯ শে সেপ্টেম্বর বোম্বাই থেকে ইংল্যান্ডের জাহাজ ছাড়বে বলে এখানে থাকা হল না। এরপর থেকে রেলের জানলা দিয়ে পাহাড় আর বনভূমি দেখা গেল দুই পাশে। রেলগাড়ি কখনো সুড়ঙ্গের মধ্যে দিয়েও গেল।
পরদিন সকালে তাঁরা বোম্বাই স্টেশনে পৌঁছলেন। স্বামী তাঁকে একা রেখে হোটেল ঠিক করতে গেলে তাঁর কোনো অসুবিধা হল না কারণ বিদেশী পোশাক পরা নারীকে কেউ দেখার সাহসও পেল না। তাঁরা একটা বড় হোটেলে গেলেন। বোম্বাইয়ের রাস্তা কলকাতা থেকে অনেক পরিষ্কার। রাস্তার ধারে সান বাঁধানো চলা পথ (ফুটপাথ) আছে, যা একমাত্র কলকাতার চৌরঙ্গীতে আছে। এখানকার বাড়ি ইঁট ছাড়াও কাঠ ও পাথরের তৈরি। বাড়িগুলি ছয় সাত তলা উঁচু কিন্তু প্রতিতলার উচ্চতা কম। ছাদ স্লেট দিয়ে ঢাকা ও গড়ানো তাই সেখানে ওঠা যায় না। বড় রাস্তার দু'ধারে দোকানগুলি বেশিরভাগ পার্সিদের।
নির্দিষ্ট দিনে একটা ছোট জাহাজে কিছুদূর গিয়ে বড় জাহাজে ওঠা হল। জাহাজে পার্সি, মুসলমান আর খ্রিস্টান দেখলেন কিন্তু কোনো হিন্দু দেখলেন না লেখিকা। ক্রমে বোম্বাই শহরের আলো দূরে মিলিয়ে গেল। মাঝে মাঝে শুধু লাইট হাউসের আলো দেখা যাচ্ছিল। লেখিকার জাহাজে সমুদ্র রোগ (সি সিকনেস) হয়নি।
জাহাজের ডেকের ওপর ক্যাপ্টেনের ঘর ও রান্নাঘর আছে। নীচে ছোট ছোট কামরার কেবিন আর প্রথম শ্রেণীর লোকেদের খাওয়ার ও বসার জন্য একটা বড় সাজানো ঘর আছে সেলুন নামে। কেবিনগুলিতে দুটি, চারটি বা তার বেশি বিছানা আছে একটি ওপর আরেকটি করে। কেবিনের মধ্যে সমুদ্রের দিকে দেওয়ালে ছোট জানালা পোর্টহোল আছে। কোনো কোনো কেবিনে স্নান করার জায়গা আছে। জাহাজের এক প্রান্তে প্রথম শ্রেণী, অন্যদিকে দ্বিতীয় শ্রেণী ও নাবিকদের ঘর, মধ্যে ইঞ্জিনের ঘর। সমুদ্রের বিভিন্ন রূপ দেখতে দেখতে চললেন তিনি। রাতের আকাশে পরিচিত নক্ষত্রমন্ডলী দেখে আনন্দিত হলেন এত দূরে তাদের দেখা পেয়ে।
এরপর এডেন এল। ছেলেদের সাঁতার কেটে পয়সা চাওয়া, স্থানীয় লোকের জিনিসপত্র বিক্রয় করতে আসা সেই একই ঘটনার পুনরাবৃত্তি তিনিও দেখলেন। লোহিত সাগরে লেখিকা উড়ন্ত মাছ দেখলেন। এরপর সুয়েজনগরে জাহাজ থামল। তাঁরা সুয়েজ থেকে রেলপথে আলেকজান্ত্রিয়া যাবেন ও সেখান থেকে জাহাজে করে ব্রিন্ডিসি যাবেন ভেবেছিলেন। কিন্তু মিশরে এতদিন যুদ্ধ চলছিল বলে জাহাজ থেকে এখানে কাউকে নামতে দিল না। তাঁদের সুয়েজ খালের ভিতর দিয়ে জলপথে যেতে হবে।
সেদিন রাতে তাঁরা সুয়েজ বন্দরে থাকলেন। সকালে চারপাশে দেখলেন অজস্র জাহাজ। সেইসব জাহাজের জাতি, কোম্পানি হিসেবে বিভিন্ন রকম নিশান। সুয়েজ খাল সরু, একটি বেশি জাহাজ পাশাপাশি যেতে পারে না। বেশি জোরেও যেতে পারে না, ধারের মাটি খসে পড়ার ভয়ে। খালের দু'ধারে মরুভূমি, দূরে দূরে দু'একটি ঘর। নৌকায় করে অনেক সময় ডিম মাছ ফল বিক্রি করতে আসে। অতি সুস্বাদু বেদানা আঙ্গুর আপেল প্রভৃতি খেলেন লেখিকা প্রথম এখানে। ইম্মা, পোর্টসেড হয়ে জাহাজ ৪৫ ক্রোশ দীর্ঘ সুয়েজ খাল হয়ে চলল। পোর্টসেডে তাঁরা ইতালি হয়ে ইংল্যান্ডে যাওয়ার আরেকটি জাহাজে উঠলেন।
এরপর গ্রিসের নিকটবর্তী ছোট ছোট পাহাড় দেখা যেতে লাগল। একটানা সমুদ্রে থেকে বিরক্ত লেখিকা ভাবলেন আগে যখন ইংল্যান্ড যেতে দেড় বছর, ৯ মাস, ৬ মাস ও ৩ মাস লাগতো তখন তাদের কত কষ্টই না হতো।
এবার তাঁরা ইটালির দক্ষিণ পূর্বকোণে ব্রিন্ডিসী নগরের দুই ক্রোশ দূরে এসে পৌঁছলেন। কিন্তু মিশর থেকে ওলাওঠা রোগ যাতে ইউরোপে না প্রবেশ করে তাই কোয়ারেন্টাইন হিসেবে তিনদিন কাউকে জাহাজ থেকে নামতে দিল না। অনেক সময় প্রায় একমাস এই কোয়ারেন্টাইন প্রক্রিয়ায় মানুষকে আটকে থাকতে হয়।
তিনদিন পর জাহাজ ভেনিসের দিকে চলল, তখন লেখিকার জাহাজ আড্রিয়াটিক সাগরে ভাসমান। ভেনিসে নামার আগে আবার একদিন কোয়ারেন্টাইন ও ডাক্তারি পরীক্ষা হয়ে অনুমোদন পাওয়া গেল জাহাজ থেকে নামার। ১৮ই অক্টোবর তাঁরা ভেনিসে নামলেন। গন্ডোলায় করে ভেনিসের রেল স্টেশনে গেলেন ও জানলেন লন্ডন যাওয়ার ট্রেন রাত ১১ টায় ছাড়বে। তাঁরা তখন গন্ডোলায় শহর দেখলেন। শহরে যেমন রাস্তা থাকে এখানে তেমন খাল। বাড়ির দরজা থেকে নৌকায় উঠে কোথাও যেতে হয়। তাই কোন গাড়ি ঘোড়ার শব্দ নেই। অসংখ্য পোলের ওপর দিয়ে পার হয়ে শহর ঘোরা যায়, কিন্তু তাতে অনেক সিঁড়ি ভাঙতে হয়। একটি বাগানে গিয়ে দেখলেন অনেক মহিলা বেড়াচ্ছে। তারা বেশ সুশ্রী, চোখ ও চুল কালো কিন্তু বর্ণ শুভ্র। এখানকার গরীব নারীরা মাথায় টুপির বদলে ঘোমটার মতো করে রুমাল বাঁধে। অনেকে উত্তর-পূর্ব ভারতীয়দের মতো জামা ও ঘাগরা পরে। অতি পূর্বে ভারতীয় ও রোমিওরা প্রায় একই সময় সভ্য হয়ে। দুই জাতিই পৌত্তলিক ছিল। অতীতের গৌরব হারিয়ে ইতালি নিজেদের মধ্যে বিবাদে রত ছিল। ইতালি শেষে মাৎসিনি, গ্যারিবোল্ডির সাহায্যে আবার স্বাধীনতা পেয়েছে। কিন্তু "ভারত শুধুই ঘুমায় রয়"।
মিলান পৌছে রেলগাড়ি বদলে তাঁরা সুইজারল্যান্ডের দিকে চললেন ও অল্পক্ষণ পরেই পার্বত্য প্রদেশে এসে পরলেন। ক্রমে রেল অতি উচ্চ পর্বত ভেদ করে চলল সুড়ঙ্গ মারফত। তাঁরা আল্পস পর্বত অঞ্চলে এসে পৌঁছলেন। সেন্ট গথার্ড নামক শৃঙ্গ দেখলেন। সুড়ঙ্গের ভেতর দিয়ে ইতালি থেকে সুইজারল্যান্ড এলেন তাঁরা। পাঁচ ক্রোশ লম্বা সুড়ঙ্গটি পেরোতে রেলের প্রায় ২৫ মিনিট লাগল। সুইজারল্যান্ডের বাসল শহরে গাড়ি পাল্টিয়ে তাঁরা আবার চললেন। রাতে গাড়ি ফ্রান্সে প্রবেশ করল। সকালে দেখলেন ট্রেন সমতল ফ্রান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। অবশেষে ফ্রান্সের কালি নগর তথা বন্দরে এলেন তাঁরা। শহরটি প্রাচীরে ঘেরা। ফ্রান্সের প্যারিস এবং নানা নগরী ভারতের দিল্লি, জয়পুরের মত প্রাচীর বেষ্টিত। কালে থেকে আবার জাহাজে উঠলেন তাঁরা। ডোভার প্রণালী পার হয়ে ইংল্যান্ডের ডোভারনগরে এসে পৌঁছলেন। সেখান থেকে রেলে সেই রাতে লন্ডন পৌঁছলেন (২০ অক্টোবর, ১৮৮২)। লন্ডনের চেয়ারিং ক্রস স্টেশনে নেমে দেখেন চারদিকে বৈদ্যুতিক আলোয় দিনের মতো আলোকিত হয়ে আছে। ২৪ দিন পরে একটি হোটেলে গিয়ে অবশেষে তাঁরা বিশ্রাম পেলেন।
লন্ডন বিরাট নগরী। কলকাতার প্রায় চার গুণ বড়। এখানে ৪০ লক্ষ লোকের বাস। শহর ক্রমাগত বাড়ছে। লন্ডনের চারপাশে যেসব মাঠ ছিল সেখানে এখন ঘাসের পরিবর্তে রাশি রাশি বাড়ি দেখা যায়। লন্ডনকে বিজ্ঞাপন নগর, দোকানের নগর, ধনের নগর, নাট্যশালা নগর বলা যায়। টাকা না থাকলে লন্ডনে থেকে সুখ নেই।
লন্ডন আটটি ভাগে বিভক্ত। উত্তর ও উত্তর-পশ্চিম ভাগে মধ্যবিত্ত লোকের বাস। এখানে সস্তায় ঘর ভাড়া (পেয়িং গেস্ট) পাওয়া যায় ল্যান্ডলেডির অধীনে। হোটেলের থেকে এই ঘর ভাড়ায় থাকলে অর্ধেক খরচ হয়। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম প্রধানত ধনীদের বাস। এখানকার ঘর ভাড়া অনেক বেশি। এই ভাগেই রানী ও প্রিন্স অফ ওয়েলসের রাজপ্রাসাদ, পার্লামেন্ট, রাজকীয় কার্যালয় প্রভৃতি আছে। পূর্ব-মধ্য ও পশ্চিম-মধ্য ভাগ কাজের জায়গা। পশ্চিম-মধ্যভাগে নাট্যশালা স্কুল কলেজ কার্যালয় দোকান আছে। পূর্ব-মধ্য ভাগকে সিটি বলে। এখানে ব্যাংক, কারখানা, দোকান আছে। এই অংশটি কিছুটা অপরিষ্কার, জনবহুল ও গাড়িবহুল। পূর্বভাগ দরিদ্র শ্রেণীর লোকের বাস, এখানে অপরিষ্কার অস্বাস্থ্যকর ব্যবস্থা।
লন্ডনে অনেক পার্ক আছে। সবচেয়ে বড়টির নাম রিজেন্টস পার্ক। গ্রীষ্মকালে এখানে লোকে লোকারণ্য হয়। এই বাগানের ঝিলে নৌকা চালানো যায়, লন টেনিস ক্রিকেট খেলার জায়গা আছে, একটি ক্ষুদ্র চিড়িয়াখানাও আছে।
প্রধানত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে লন্ডন ফগ বা কুয়াশায় ঢাকা থাকে। পথ চলতে অসুবিধা হয়, নিঃশ্বাসের কষ্ট হয় আর মন বিষাদময় হয়ে থাকে। মনে হয় নরকুন্ডে বসবাস করতে হচ্ছে। এইসব দিনে লেখিকার লন্ডন থেকে দূরে পালাতে ইচ্ছা করত। শীতকালে স্নো বা বরফপাত হয়।
রাস্তায় ব্রুহাম, বারুচ, ফিটন, ক্যাব, অমনিবাস প্রভৃতি গাড়ি (ঘোড়ার গাড়ি) চলে। খুব সাবধানে এত গাড়ির মধ্যে দিয়ে রাস্তা পার হতে হয়। এদেশে পালকি গরুর গাড়ি নেই। রাস্তায় লোকের কথার থেকে গাড়ির আওয়াজ বেশি শোনা যায়। দোকানগুলি খুব আকর্ষণীয় ভাবে সাজানো। অক্সফোর্ড স্ট্রীট দিয়ে লন্ডনের পশ্চিম দিকে হাইড পার্ক আছে। এই পার্কগুলিতে নারী-পুরুষ উভয়ে স্বাধীনভাবে বেড়ায়, ঘোড়ায় চড়ে। কেনসিংটন গার্ডেনের ভিতর মহারানী ভিক্টোরিয়ার পরলোকগত স্বামী প্রিন্স আলবার্ট-এর প্রকাণ্ড মূর্তি রয়েছে। তার চারপাশে ইউরোপের বড় বড় কবি, গায়ক, পন্ডিত, বিজ্ঞানীদের মূর্তি দেয়ালের গায়ে খোদিত আছে। চার কোণে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার সূচক চারটি পাথরের বড় বড় মূর্তি আছে। এশিয়ার প্রতিমূর্তিটি হল একটি ভারতীয় নারী হাতির পিঠে ঘোমটা টেনে বসে আছে ও তার দুপাশে চীনা ও মুসলমান লোক দাঁড়িয়ে আছে।
লন্ডনে বাড়িগুলোর মাটির নীচে ঘর থাকে, সেই অংশে রান্নাঘর, জিনিসপত্র রাখার ঘর থাকে। আর রয়েছে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এমনকি টেমস নদীর তলা দিয়েও রেল চলে। এছাড়া আছে ট্রাম, যাতে ২৪ জন লোক ধরে। আর রয়েছে ওয়েবাস বা বাস, যা ট্রাম-এর থেকে ছোট ও ট্রামের মত রেলের উপর দিয়ে চলে না। রাস্তা দোকান সর্বত্র গ্যাসের আলো জ্বলে। দু একটা বিখ্যাত দোকান, নাট্যশালা, মিউজিয়াম, স্টেশনে বৈদ্যুতিক আলো দেখতে পাওয়া যায়।
লন্ডনে ৮-১০ টি রাজপ্রাসাদ আছে। রানী ভিক্টোরিয়া যে প্রাসাদে বসবাস করেন তাকে বাকিংহাম প্যালেস বলে। এই প্রাসাদের অনতিদূরে বিশাল অট্টালিকা পার্লামেন্ট হাউস অবস্থিত। পার্লামেন্টের সর্বোচ্চ চূড়ায় একটি প্রকান্ড ঘড়ি (বিগ বেন) আছে, যা রাতে আলো দেয়। এর বাজনা রাতে সমস্ত লন্ডন থেকে শোনা যায়।
লন্ডনের দক্ষিণ দিকে তিন ক্রোশ দূরে ক্রিস্টাল প্যালেস অবস্থিত, যা ১৮৫৪ এ সর্বজাতীয় মেলার জন্য দেড় কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছিল। এর চারপাশে কৃত্রিম প্রস্রবণ ও জলপ্রপাতে সজ্জিত বিশাল উদ্যান আছে। কাঁচের তৈরি এই বাড়িটি রাতে আলোয় অপূর্ব দেখায়। ব্রিটিশ মিউজিয়ামে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকার বিভিন্ন দেশ থেকে আনা অনেক অতি পুরনো ও আশ্চর্য দ্রব্য দেখতে পাওয়া যায়। এখানকার গ্রন্থাগার অসাধারণ। লন্ডনের প্রধান গির্জা সেন্ট পলস ক্যাথিড্রল খুব উঁচু। এর উপর থেকে লন্ডন শহর সুন্দর ভাবে দেখা যায়। ওয়েস্টমিনিস্টার অ্যাবে একটি প্রখ্যাত গির্জা তথা ইংল্যান্ডের প্রখ্যাত ব্যক্তিদের কবর ও কীর্তিস্থল।
লন্ডনে প্রায় ৩০ টি নাট্যশালা আছে। এক একটিতে তিন চার হাজার লোক ধরে। আর আছে বাদ্যশালা (কনসার্ট হল), গানবাড়ি (অপেরা)। মাদাম তুসোর মোমের মূর্তির প্রদর্শনীও খুব জনপ্রিয় দর্শনীয় স্থান। লন্ডনে বিরাট বিরাট প্রাসাদসম হোটেল আছে আর আছে খাওয়ার জন্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে অপেক্ষাকৃত উচ্চমূল্যে রাঁধা খাবার পাওয়া যায়। বাড়িতে সুবিধা না হলে বা রাস্তা-চলতি সময়ে সেখানে খেয়ে নেওয়ার সুবিধা আছে। এছাড়া রয়েছে পানশালা বা পাবলিক হাউস, যাকে জিন প্যালেস বলা হয়।
লন্ডনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা প্রভৃতি বিষয়ে আলোচনা বাদ দিলে এখানে শেষ হয় কৃষ্ণভামিনী দাসের লন্ডন তথা ইংল্যান্ড ভ্রমণ কাহিনী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন